Home রাজশাহী রাজশাহীর পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া পদ্মা নদীর ঘাটে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ দুই শিশু হলো- চর সাতবাড়িয়া এলাকার মো. সুখচানের ছেলে মো. সিয়াম (১১) ও মো. লেবাসের ছেলে মো. সাজিম (১২)। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দুপুরে দুই শিশু পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে দুপুর ২টা পর্যন্ত দুই শিশুর সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, এই স্টেশনে দুটি ডুবুরিদল রয়েছে। একটি দল চাঁপাইনবাবগঞ্জে এবং অন্যটি রাজশাহীতে কাজ করছে। নিখোঁজদের উদ্ধার করা পর্যন্ত অভিযান চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here