স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ট্রেনের ২৭টি টিকিটসহ এক কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. আলম (৪০)। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বল্লভগঞ্জ এলাকায় তার বাড়ি।
মঙ্গলবার রাতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অনলাইনে যারা টিকিট কাটে তাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করে বিক্রি করছিলেন আলম। তার কাছে ১৫টি টিকিট পাওয়া গেছে। এসব টিকিটে আসন সংখ্যা ২৭টি। এরমধ্যে তিনটি টিকিট ছিল শীতাতপ নিয়ন্ত্রিত আসনের। আলম কালোবাজারে টিকিট বিক্রির কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।