বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

চারঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মো. নূর (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার টাংগন এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নূর টাংগন এলাকার মো. সোহেলের ছেলে।

শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে নূরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমএ জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মায় গোসলে নেমে তলিয়ে গিয়েছিল নূর। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। পরে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়।

তবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com