স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যোগ হলো আরো দুটি আধুনিক সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস)। শনিবার বিকেলে নগরীর সপুরা ও পবাপাড়া এলাকায় এসটিএস দুটির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে এসটিএস দুটি ঘুরে দেখেন তিনি।
নতুন দুটি যোগ হওয়ার পর রাসিকের আধুনিক এসটিএসের সংখ্যা হলো ১২টি। আধুনিক এসব এসটিএসের কারণে বাইরে খোলা স্থানে বর্জ্য থাকবে না। ফলে পরিস্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার আরো উন্নয়ন সাধিত হবে। নতুন দুটি এসটিএসের উদ্বোধনের সময় রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।