স্টাফ রিপোর্টার: সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় ‘রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’র আওতায় দিনব্যাপি সিসিবিভিও’র কাকনহাট শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে রক্ষাগোলা শিশুপাঠশালার ১৯ জন স্বেচ্ছাসেবী শিক্ষকবৃন্দের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ প্রশিক্ষণটি পরিচালনা করেন সংস্থার উর্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম এবং প্রশিক্ষণে সহায়তা করেন সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত ।
প্রশিক্ষণের আলোচ্য বিষয় হলো ৫ বছর বয়সী শিশুর বৈশিষ্ট্য ও আমাদের করণীয় , প্রারম্ভিক শৈশব ও এর গুরুত্ব এবং শিশুর বৃদ্ধি ও বিকাশে পরিবেশের প্রভাব, প্রাক-প্রাথমিক শিক্ষার শিখন-শেখানো সামগ্রী, মানসম্মত প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার মানদন্ডসমূহ এবং প্রাক-প্রাথমিক শিক্ষার শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য, শিশুর ভাল লাগা, মন্দ লাগা ও তার কারণ ইত্যাদি।