স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীকে বেঁধে রেখে এক ভ্যান চালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরপর এই চালকের ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ভ্যানচালক আবদুল আউয়ালের দাবি, অজ্ঞাত তিন দুর্বৃত্ত রোববার সকালে এ ঘটনা ঘটিয়েছে।
নিহত ভ্যানচালকের নাম কুদ্দুস আলী ওরফে কালু (৩৫)। রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামে তার বাড়ি। তার ভ্যানের যাত্রী আবদুল আউয়ালের বাড়ি পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামে। তিনি সবজি ব্যবসায়ী। রোববার ভোরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে পুঠিয়া উপজেলার গাঁওপাড়া বাজার সংলগ্ন এলাকায় লোমহর্ষক এই খুনের ঘটনা ঘটে।
আউয়ালের বক্তব্য, ভ্যানচালক কালুকে নিয়ে ভোরে তিনি নাটোরের তেবাড়িয়া হাটে সবজি আনতে যাচ্ছিলেন। পথে গাঁওপাড়া বাজারের কাছে পৌঁছালে তিনজন অপরিচিত লোক তাদের গতি রোধ করেন। এ সময় দুর্বৃত্তরা তাদের দুজনকে ধারালো অস্ত্র দেখিয়ে সড়কের পাশের একটি ফাঁকা জমিতে নিয়ে যায়। কালুর কাছে ভ্যানের চাবি চাইলে তিনি দূরে চাবি ছুড়ে ফেলে দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে কালুর চোখ-হাত-পা বেঁধে ফেলে। বেঁধে ফেলা হয় আউয়ালকেও। এরপর ছুরি দিয়ে তারা কালুকে জবাই করে। এরপর তারা আউয়ালের কাছে থাকা সাড়ে চার হাজার টাকা ও কালুর ভ্যানটি নিয়ে চলে যায়। তিনি ঘটনাস্থলে কান্নাকাটি করতে থাকলে স্থানীয় লোকজন আসে এবং এ বিষয়ে পুলিশকে জানানো হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ঘটনাটি লোমহর্ষক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করার উদ্দেশ্যে প্রত্যক্ষদর্শী ভ্যানযাত্রীকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।