বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি আরইউজের

স্টাফ রিপোর্টার: সংবাদ প্রকাশের জেরে জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। শনিবার (১৭ জুন) রাজশাহী নগরীর কাদিরগঞ্জ দরিখরবোনা এলাকায় আরইউজের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপরে হামলা ও হত্যা করা হচ্ছে। এসব হামলা ও হত্যাকাণ্ডের শিকার সাংবাদিকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ভূমিকাও লক্ষণীয়। সাংবাদিকদের ওপর হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার হলে এ ধরনের ঘটনা ঘটে না। বিচার না হওয়ার কারণে হামলা বেড়েই চলেছে। সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ করতে হবে।

সাংবাদিক নাদিম হত্যার বিচার চেয়ে বক্তারা বলেন, নাদিমের যে হত্যাকারী তাদের সঠিক বিচার না হলে দেশে আরও হত্যাকাণ্ড বাড়বে। অবিলম্বে হত্যাকারিদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

আরইউজে সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, সদস্য শরীফ সুমন, আরউজের সহ-সভাপতি বীর মুুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, সদস্য আনিসুজ্জামান প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক তানজিমুল হক।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com