বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

প্রার্থীকে ফেল করানোর ভয় দেখানো ভুয়া ইসি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) সেজে রাজশাহী সিটি নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীকে ফেল করানোর ভয় দেখানো প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম গিয়াস উদ্দিন। তিনি কক্সবাজারের মহেশখালী থানার পুটিবিলা গ্রামের বাসিন্দা। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

শনিবার দুপুরে আরএমপি কমিশনার আনিসুর রহমান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি জানান, গত ৮ জুন গিয়াস উদ্দিন নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রার্থী ও আসন্ন রাজশাহী সিটি নির্বাচনের প্রার্থী আরমান আলীকে হোয়াটসঅ্যাপে ফোন করেন। তিনি নিজেকে ইসি ব্রিগেডিয়ার (অব.) মো. আহসান হাবিব খান বলে পরিচয় দেন।

গিয়াস উদ্দিনের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ একাউন্টে ইসি আহসান হাবিবের ছবিও ব্যবহার করা ছিল। তিনি কাউন্সিলর প্রার্থী আরমান আলীর সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেন। তাঁর কথামতো কাজ না করলে নির্বাচনের ফল পাল্টে দিয়ে তাঁকে পরাজিত করারও ভয় দেখান। আরমান আলী প্রতারণার চেষ্টার বিষয়টি বুঝতে পেরে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

এছাড়া কাউন্সিলর প্রার্থী আরমান আলী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা সেদিন নগরীর বোয়ালিয়া থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ প্রতারক চক্রকে গ্রেপ্তারে দেশের বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করে। কিন্তু গ্রেপ্তার এড়াতে প্রতারক গিয়াস উদ্দিন নিজের অবস্থান পরিবর্তন করে যাচ্ছিলেন। অবশেষে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, গ্রেপ্তার গিয়াস উদ্দিন সংঘবদ্ধ প্রতারকচক্রের মূল হোতা। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণাসহ অন্যান্য অপরাধে আগে থেকেই তিনটি মামলা আছে। প্রার্থীর সঙ্গে প্রতারণার চেষ্টায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com