বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

বস্তিবাসীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা দিতে প্রকল্প

স্টাফ রিপোর্টার: দারিদ্র হ্রাস এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়নে রয়েছে সরকারের সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচি। এ কার্যক্রম দরিদ্র মানুষের জন্য হলেও যথেষ্ট তথ্য ও সচেতনতার অভাবে শহরের বস্তিবাসী এ সুরক্ষা বলয়ের সুবিধা থেকে বঞ্চিত হন। এ সমস্যার সমাধানে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘মোবাইল আউটরিচ প্রকল্প।’

জার্মানী ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে রাজশাহী ও সিরাজগঞ্জে প্রকল্পটি বাস্তবায়ন করছে জিআইজেড এবং কারিতাস বাংলাদেশ। বস্তিবাসীকে সামাজিক সেবাগুলো দেওয়া এ প্রকল্পের লক্ষ্য। এ জন্য সোমবার রাজশাহীতে সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহী সিটি করপোরেশন এবং য্বু উন্নয়ন অধিদপ্তরসহ সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে কারিতাস বাংলাদেশের মোবাইল আউটরিচ প্রকল্প।

সভায় জানানো হয়, গত ১ এপ্রিল থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। রাজশাহী শহরের ১৯ নম্বর ওয়ার্ড ও সিরাজগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চর মিরপুরে প্রকল্পের কাজ চলবে। এসব এলাকার ৫ হাজার ১১৩ জন প্রকল্পের উপকারভোগী হবেন। সরকারের বিভিন্ন সেবা পেতে তাদের সহযোগিতা করা হবে। সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা জানান, তারা সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।

সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালক হাসিনা মমতাজ। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুন্নাহার খাতুন, নগরীর ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, সিটি করপোরেশনের প্রধান কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন কারিতাসের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেমব্রম।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com