বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪১, মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পুলিশের অভিযানে ৪১জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত রাজশাহী জেলা ও নগর পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক সেবী ও ব্যবসায়ী রয়েছে। নগর ও জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে গোদাগাড়ী থানা ২ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ৪ জন, বাগমারা থানা ৭ জন, পুঠিয়া থানা ২ জন ও চারঘাট থানা ১ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছে থেকে ২০ লিটার দেশিয় মদ উদ্ধার করা হয়েছে।

নগর পুলিশ জানায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ২ জন, শাহ্‌মখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৬৪ গ্রাম হেরোইন, ৩৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত