শুক্রবার, মে ৩, ২০২৪

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

এক কার্যদিবসেই মিলবে ভারতের মেডিকেল ভিসা

স্টাফ রিপোর্টার: রোগী ও তার স্বজনদের দ্রুত সময়ের মধ্যে মেডিকেল ভিসা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন। আগামী রোববার থেকে ভারতীয় সহকারী হাইকমিশনে আবেদনকারীর কাগজপত্র পৌঁছানোর পরের কার্যদিবসেই তাদের মেডিকেল ভিসা দেওয়া হবে।
রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি এই সুন্দর শহরে সহযোগিতামূলক এবং দুর্দান্ত মানুষদের মধ্যে এক বছর পূর্ণ করেছি। আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে মানবতার সেবা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামী রোববার থেকে যাদের আবেদনপত্র আমার দপ্তরে পৌঁছাবে, যাচাই-বাছাই শেষে তারা পরের কার্যদিবসে ভিসা পাবে।’
এতে রোগীরা উপকৃত হবেন জানিয়ে মনোজ কুমার বলেন, ‘আমরা দ্রুত ভিসা দেওয়ার চেষ্টা করছি। সবার উচিত হবে বৈধ কাগজপত্র দিয়ে সঠিকভাবে আবেদন করা।’ এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কিংবা জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ভারতের যে কোন ধরনের ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন অনলাইনে আবেদন করতে হয়। তখনই আবেদনকারীকে তাঁর কাগজপত্র জমা দেওয়ার তারিখ দিয়ে দেওয়া হয়। নির্ধারিত দিনে আবেদনকারীরা রাজশাহী নগরীর বর্ণালী মোড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে কাগজপত্র জমা দেন। সেদিনই এসব কাগজপত্র রাজশাহীতেই সহকারী হাইকমিশনে পাঠিয়ে দেওয়া হয়। রোববার থেকে এ দপ্তরে কাগজপত্র যাওয়ার পরের কার্যদিবসেই মিলবে মেডিকেল ভিসা।

সর্বাধিক পঠিত