বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রংপুরের কাছে নাটকীয় হারের পর যা বললেন তামিম

অনলাইন ডেস্ক : চলমান বিপিএলে এখনো পর্যন্ত সেরা ম্যাচটি দেখল বোধহয় সিলেটের দর্শকরা। গতকাল বৃৃহস্পতিবার রংপুর রাইডার্সের কাছে অবিশ্বাস্যভাবে হেরেছে ফরচুন বরিশাল। শেষ ওভারে রংপুরের জয়ের জন্য ২৬ রানের প্রয়োজন ছিল, ৩ চার ও ৩ ছক্কায় সেই সমীকরণ মিলিয়েছেন নুরুল হাসান সোহান। এমন ইনিংস খেলায় সোহানকে প্রশংসায় ভাসিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। দলের হয়ে ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন কাইল মেয়ার্স। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর।

ম্যাচ শেষে তামিম বলেন, ‘আমরা ম্যাচটা হয়ত হেরে গেছি, তবে সোহানকে কৃতিত্ব দিতেই হবে। সে যেভাবে ব্যাট করেছে, অবিশ্বাস্য। শেষ ওভারে ২৬ রান। যেকোনো বোলারের জন্যই এটা সহজ কাজ। সোহানই কৃতিত্ব প্রাপ্য।’

এদিন বরিশালের হয়ে কাইল মেয়ার্স ব্যাট হাতে ২৯ বলে করেন ৬১ রান। নাজমুল হোসেন শান্ত করেছেন ৪১ রান। তাছাড়া তামিম নিজে করেন ৪০ রান। সবমিলিয়ে দলের ব্যাটারদের নিয়ে সন্তুষ্ট বরিশাল অধিনায়ক।

তামিম বলেন, ‘শান্ত আজ ভালো ব্যাট করেছে। দারুণভাবে শুরুর চাপ সামলেছে। মেয়ার্সও ব্রিলিয়ান্ট। এমন ম্যাচ পুরো টুর্নামেন্টে হচ্ছে। কষ্ট পেলেও তাই খুশি যে টুর্নামেন্ট ভালো হচ্ছে। গ্রাউন্ডসম্যানদের কৃতিত্ব দিতে হবে। যেভাবে উইকেট তৈরি করা হচ্ছে, দারুণ।’

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com