বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপিত উপলক্ষে নারীদের সাইকেল র‌্যালি

সংবাদ বিজ্ঞপ্তি : রোববার (৮ ডিসেম্বর) দুপুরে কাকনহাট আব্দুস সামাদ ন্যাশনাল একাডেমি (উচ্চ বিদ্যালয়) ‘র সম্মেলন কক্ষে মো: মামুন-অর রশিদ , প্রধান শিক্ষক সভাপতিত্বে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে স্কুল বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও নারীদের বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাকনহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মো: কল্লোল মোল্লা, বিশেষ অতিথি হিসাবে ছিলেন মো: রাশেল ও মো: নেজাম উদ্দিন, এস আই, কাকানহাট পুলিশ ফাঁড়ি, মো: শাহনেয়াজ ইসলাম, প্রোগ্রাম অফিসার, প্রজেক্ট ফোকাল মোঃ মহসীন আলম ,সচেতন সোসাইটি।

সভাটি সঞ্চালনা করেন কম্ব্যাট জিবিভি প্রজেক্টের সমন্বয়কারী মো: নজরুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন প্রকল্প কর্মী রইচ হেম্ব্রম এবং বাশির আহমেদ। এডুকো বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় সচেতন সোসাইটি গোদাগাড়ী উপজেলায় লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ২০২১ সাল থেকে কাজ করে আসছে।

এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে বিতার্কিকগন নারী-পুরুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজের সমতা ও শান্তি বিনির্মান করতে পারে সে বিষয়গুলি তুলে ধরেন। বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে নারীদের সাইকেল রেস এর মাধ্যমে প্রথাগত লিঙ্গ-ভিত্তিক সমাজ ব্যবস্থার বাধাকে অতিক্রম করতে অনুপ্রানিত করে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com