স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার রাতে নগরীর ভদ্রা, শালবাগান, রেলগেট, তেরখাদিয়া, কুমারপাড়া, ঘোষপড়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দলটির নেতারা।
শীতবস্ত্র বিতরণের সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী বলেন, ‘জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর মহানগরের নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব সেক্রেটারি সালাউদ্দিন প্রমুখ।