স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে নাজিম আলী (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজিম মহানগরীর উপকণ্ঠ পবা থানার চৌবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। সোমবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চৌবাড়িয়া পশ্চিমপাড়ার এসএসসি পরীক্ষার্থী এক প্রতিবন্ধী কিশোরী গত ১৪ মে সকালে পাশর্^বর্তী নওহাটায় প্রাইভেট পড়ার জন্য যায়। প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরে না আসলে ওই কিশোরীর বাবা-মাসহ নিকটাত্মীয়রা খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তারা রাতেই পবা থানায় একটি নিখোঁজ জিডি করেন।
পরের দিন সোমবার সকালে একই এলাকার এক ভ্যানচালক ওই কিশোরীকে রাস্তায় কাঁদতে দেখেন। এরপর তাকে বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে ফিরে ওই শরীরিক প্রতিবন্ধী কিশোরী তার বাবা-মাকে জানায়, প্রাইভেট পড়া শেষে সে দু দুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলো। এসময় নাজিম তাকে ভয় দেখিয়ে অপহরণ করে। এরপর তাকে চৌবাড়িয়া এলাকার একটি ভুট্টা খেতে অস্ত্র দেখিয়ে দিনভর আটকিয়ে রাখে ও ধর্ষণ করে। ধর্ষণের ফলে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ভ্ট্টুা খেতে রেখে নাজিম পালিয়ে যায়। প্রতিবন্ধী ওই তরুণীর পিতার এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পবা থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
পবা থানার ওসি শেখ মো. মোবারক পারভেজ বলেন, মামলা দায়েরের পর পুলিশের একটি টিম নাজিমকে গ্রেপ্তারে মাঠে নামে। সোমবার দিবাগত গভীর রাতে তাকে চৌবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নাজিমকে মঙ্গলবার আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।