স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন নিরঞ্জন চন্দ্র দেবনাথ। সম্প্রতি অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে বদলি আদেশপ্রাপ্ত হয়ে নিরঞ্জন চন্দ্র দেবনাথ গত ১০ মে রাকাবে যোগ দেন। মঙ্গলবার রাকাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাকাব জানিয়েছে, নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর আগে সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং বেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৭ সালে বেসিক ব্যাংকের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে তিনি বেসিক ব্যাংকের বিভিন্ন শাখায় এবং প্রধান কার্যালয়ে কাজ করেছেন।