স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি নির্বাচনে (রাসিক) গণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী এবং রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গণ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, বাছাই ২৫ মে ও ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ভোট গ্রহণ করা হবে ২১ জুন।
বুধবার জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ড হতে ১০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং ১ নম্বর ওয়ার্ড হতে ৩০ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনে ইচ্ছুক প্রার্থীরা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহীর কার্যালয়ের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। আগামী ২৩ মে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। আগামী ২১ জুন সকল ভোটকেন্দ্রে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীন ভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।