বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

এসএসসি পরীক্ষা শুরু আজ

স্টাফ রিপোর্টার : আজ রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধিনে হতে যাওয়া পরীক্ষায় বসছে ২ লাখ ৫৮ হাজার দুই জন পরীক্ষার্থী। এরমধ্যে এক লাখ ৬২ হাজার ২২৩ জন ছাত্র এবং ৯৯ হাজার ৫৭৯ জন ছাত্রী পরীক্ষার্থী অংশ নেবে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯১ হাজার ৫৫৭ জন। মানবিক বিভাগ থেকে এক লাখ ৭ হাজার ৮৩৫ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৪১০ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। এছাড়া ২৬৫ টি কেন্দ্রে ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেবে।

এই শিক্ষা বোর্ডের অধীনে রাজশাহী বিভাগের আটটি জেলার পরীক্ষার্থীরা অংশ নেবে। এরমধ্যে রাজশাহী জেলার ৫৩ টি কেন্দ্রে ৫০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ হাজার ২৬৬ জন। এরমধ্যে ছাত্র ১৭ হাজার ১৮২ জন ও ছাত্রী ১৫ হাজার ৮৪ জন। চাঁপাইনবাবগঞ্জে ১৫ টি কেন্দ্রে ২৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ হাজার ৮৪৭ জন। এরমধ্যে ছাত্র ৮ হাজার ৭৪৫ জন ও ছাত্রী ৮ হাজার ১০২ জন। নাটোরে ২৬টি কেন্দ্রে ২৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ হাজার ৬৫৫ জন। এরমধ্যে ছাত্র ৯ হাজার ৪৭৫ জন ও ছাত্রী ৯ হাজার ১৮০ জন। নওগাঁয় ৩৭ টি কেন্দ্রে ৪২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ হাজার ৫০০ জন। এরমধ্যে ছাত্র ১৩ হাজার ৬১৮ জন ও ছাত্রী ১১ হাজার ৮৮২ জন। পাবনায় ৩১ টি কেন্দ্রে ২৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ হাজার ৩১৮ জন। এরমধ্যে ছাত্র ১৪ হাজার ৮৭০ জন ও ছাত্রী ১৫ হাজার ৪৪৮ জন।

এছাড়া সিরাজগঞ্জে ৪৪ টি কেন্দ্রে ৩৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭ হাজার ৪৪ জন। এরমধ্যে ছাত্র ১৯ হাজার ৫০ জন ও ছাত্রী ১৭ হাজার ৯৯৪ জন। বগুড়ায় ৪২ টি কেন্দ্রে ৪৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ হাজার ৯৬৮ জন। এরমধ্যে ছাত্র ১৮ হাজার ৬৫৬ জন ও ছাত্রী ১৭ হাজার ৩১২ জন। জয়পুরহাটে ১৭ টি কেন্দ্রে ১৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার ২০৪ জন। এরমধ্যে ছাত্র ৪ হাজার ৬২৭ জন ও ছাত্রী ৪ হাজার ৫৭৭ জন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান বলেন, আগামী ৩০ এপ্রিল শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে।

তিনি বলেন, এবছর এসএসসি পরীক্ষায় ২ লাখ ৫৮ হাজার দুই জন পরীক্ষার্থী অংশ নেবে। ২৬৫টি কেন্দ্রে ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেবে। সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com