স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে যাবজ্জীবন সশ্রম কারাদÐপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই আসামির নাম আক্কাছ আলী ওরফে মজাহিদ (৪৮)। গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামে তার বাড়ি। বাবার নাম মৃত মসাহাক আলী। রোববার সকালে গোদাগাড়ী থানা পুলিশের একটি দল আক্কাছের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ২০১০ সালে মাদকদ্রব্যসহ রাজশাহীর পুঠিয়ায় গ্রেপ্তার হয়েছিলেন আক্কাছ। তখন এ নিয়ে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি মামলা হয়। এ মামলায় অভিযোগ প্রমাণিত হলে রাজশাহীর জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আক্কাছকে যাবজ্জীবন সশ্রম কারাদÐ ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম কারাদÐ দেওয়া হয়।
তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তাই চলতি বছরের ১৯ ফেব্রæয়ারি আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারি পরোয়ানামূলে আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।