স্টাফ রিপোর্টার: ভারতবর্ষে বৃটিশ শাসকদের শোষণের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতা বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট ও কাঁকনহাটে শহীদ মিনারে ফুল দিয়ে বিরসা মুন্ডার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ কর্মসূচিতে ৫০টি রক্ষাগোলা সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা একটি র্যালি নিয়ে শহীদ মিনারে যান। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌরসভার প্যানেল মেয়র আল মামুন, রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্য সচিব মো. আরিফ, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল প্রমুখ।
এদিকে বীর বিরসা মুন্ডার ১২৩তম আত্মত্যাগ দিবস পালন উপলক্ষে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিকালে নগরীর জাতীয় আদিবাসী পরিষদ কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করে। সেখানে গভীর শ্রদ্ধার সাথে বিরসা মুন্ডাকে স্মরণ করা হয়।
ভারতের রাঁচি অঞ্চলে ব্রিটিশবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিলে বিরসা মুন্ডার ফাঁসির আদেশ হয়েছিল। ফাঁসি কার্যকরের আগে কারাগারে কলেরায় আক্রান্ত হয়ে তিনি মারা যান।