বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

পদ্মায় নিখোঁজের ৬ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ রাব্বি ফকির (২৫) নামের এক যুবকের মরদেহ ৬ ঘণ্টা পর উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, দুপুর ১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের নলগাড়ী এলাকায় নদীতে ডুবে যান রাব্বি। নিহত রাব্বি উপজেলা সাহাপুর ইউনিয়নের ফকির পাড়া গ্রামের জামরুল ফকিরের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে চাচাতো ভাইসহ বন্ধুদের সঙ্গে রূপপুর প্রকল্পের পাশে পদ্মা নদীতে গোসল করতে যান রাব্বি। গোসলের একপর্যায়ে স্রোতের তোড়ে রাব্বি নদীতে ভেসে যান। সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করেও তিনি উঠতে পারেনি। একপর্যায়ে তিনি নদীতে তলিয়ে যান। খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

রূপপুর মডার্ন ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযান চালিয়ে প্রায় ৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com