বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

চাঁপাইয়ের সীমান্ত থেকে দুই কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় সীমান্ত এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের দুই কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। সোমবার ভোরে র‌্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাদিকুল (৫৫)। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরকোদালকাটি গোয়ালপাড়া গ্রামে তার বাড়ি। র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে বাদিকুলের বাড়ির গোয়াল ঘরের ভেতরে মাটির তিনফুট গভীরে পুঁতে রাখা হয়েছিল হেরোইনগুলো। অভিযানের সময় অন্য একজন পালিয়ে গেলেও ধরা পড়েন বাদিকুল। এ নিয়ে দুজনের বিরুদ্ধেই সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com