বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রাজশাহীতে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: ঈদের দিন রাজশাহীর পবা উপজেলার তালাগাছী গ্রামের মো. রাব্বিকে (২২) পিটিয়ে হত্যার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে পবা থানা পুলিশ রাজশাহী নগরীর আলীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজন হলেন- পবার মাধাইপাড়া গ্রামের মো. গোলামের ছেলে রাসেল রানা (৩৪) ও মো. কসিমের ছেলে মো. রিপন (২২)। রাজশাহী নগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবার ঈদুল আযহার দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাব্বিকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। রাসেল ও রিপন ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিরেন বলে ভিডিও ফুটেজে প্রমাণ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই তারা পলাতক ছিলেন। রাব্বি হত্যা মামলায় আত্মসমর্পণের জন্য রাজশাহী এলে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, এর আগে এ মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে গ্রেপ্তার দুজনকে বুধবার আদালতে তোলা হবে। আদালতে তাদের রিমান্ডেরও আবেদন করা হবে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com