বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করলো পুলিশ

স্টাফ রিপোর্টার: মোবাইল ব্যাংকিং পরিষেবা ‘নগদ’ এর অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে রাজশাহীর এক ব্যক্তির হাতিয়ে নেওয়া ১৯ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর সেই টাকা মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশ অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বেলপুকুর থানার জোতভাগিরতপুরের বাসিন্দা রিপন আলীকে (৩৯) তার বন্ধু নগদ অ্যাকাউন্টে ১৯ হাজার ৬০০ টাকা পাঠান। পরের দিন রিপন দেখতে পান তার নগদ অ্যাকাউন্টে বন্ধুর পাঠানো টাকা নেই।

পরবর্তীতে রিপন মোবাইল ফোনে নগদ অ্যাপের মাধ্যমে জানতে পারেন একটি মোবাইল ফোন নম্বর হতে অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রতারণা করে তার টাকা উত্তোলন করে নিয়েছেন। এ ঘটনায় তিনি বেলপুকুর থানা পুলিশকে অবগত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ জিডির পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানা পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। পুলিশ আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় প্রযুক্তির মাধ্যমে প্রতারকের নাম ও ঠিকানা শনাক্ত করে। এরপর সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

অভিযোগের তদন্ত কর্মকর্তা বেলপুকুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রোববার রাতে রিপনের কাছে উদ্ধারকৃত টাকা হস্তান্তর করা হয়েছে। রিপন তার টাকা ফেরত পেয়ে অত্যন্ত আনন্দিত। তিনি পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com