বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

আরএমপি’র সিসি ক্যামেরায় ধরা পড়লো তিন ছিনতাইকারী

স্টাফ রিপোর্টার: নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ ও কাশিয়াডাঙ্গা থানার কোর্ট রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে এবং একটি অটোরিক্সা ও দুটি ব্যাটারি উদ্ধার করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তি।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: আকাশ (১৯), মো. রাহিম (১৯) ও মো. রিয়াজ আলী (২০)। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সিপাইপাড়ার মৃত আলমের ছেলে আকাশ , একই এলাকার মো. আনোয়ার হোসেন মুক্তারের ছেলে রাহিম ও কাশিয়াডাঙ্গা থানার কোর্ট রায়পাড়ার মৃত টুকু মিয়ার ছেলে রিয়াজ ।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাত ৮:৪৫ টায় রাজপাড়া থানার লক্ষীপুর মোড় থেকে যাত্রীবেশে তিন ব্যক্তি দামকুড়া হাটে যাওয়ার কথা বলে মো. নজরুল ইসলামের অটোরিক্সায় উঠে। রাত ৯:৩০ টায় দামকুড়া থানার জোতরাবোন এলাকায় পৌঁছাইলে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা পিছন থেকে নজরুলের গলা চেপে ধরে চোখে মরিচ লাগিয়ে দেয়।

এরপর তারা নজরুলকে এলোপাতাড়ি মারপিট করে এবং তাঁর অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আবার গত ১১ অক্টোবর রাত ৯.৩০ টায় ওই ছিনতাইকারীরা মো. সেন্টু মিয়ার কাছ থেকে একই ভাবে দামকুড়া থানার জোতরাবোন এলাকা হতে অটোরিক্সা ছিনিয়ে নেয়। এই দুটি ঘটনায় দামকুড়া থানায় পৃথক দুটি মামলা রুজু হয়।

মামলার পরবর্তীতে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার মো. আল মামুনের সার্বিক তত্ত্বাবধান থেকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার ড. মো. রুহুল আমিন সরকারের দিকনির্দেশনা উনুসরনে সহকারী পুলিশ কমিশনার শ্যামলী রানী বর্মনের নেতৃত্বে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান ও তাঁর টিম ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধারসহ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে দামকুড়া থানা পুলিশের ওই টিম আরএমপি’র অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে। এরপর দামকুড়া থানার ঐ টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ অক্টোবর) রাত ৮:৩০ টায় নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আকাশকে গ্রেফতার করে এবং তাঁর দেওয়া তথ্যমতে একই এলাকা হতে সোমবার (১৬ অক্টোবর) ভোর ৫টায় অপর আসামি রাহিমকে গ্রেফতার করে। আসামি আকাশ ও রাহিমের দেওয়া তথ্যমতে সকালে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রিয়াজকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। তাদের দেওয়া তথ্যমতে দামকুড়া থানার সুলিতলা ব্রিজের নীচ থেকে ছিনতাই করা অটোরিক্সার দুইটি ব্যাটারি ও আশগ্রাম হতে একটি ব্যাটারিবিহীন অটোরিক্সা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com