অনলাইন ডেস্ক: বিশ্বকাপের চলমান ১৩তম আসরে সবার আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। বিশ্বকাপের এবারের আসরে স্বাগতিক দলটি নিজেদের টানা ৭ ম্যাচে জিতে ১৪ পয়েন্ট নিয়ে সেমি নিশ্চিত করে। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকাও।
সেমির পথে রয়েছে- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও পাকিস্তান। বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিজেদের ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে রয়েছে। তারা শেষ তিন ম্যাচ খেলবে ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে। এই তিন ম্যাচের দুটিতে জিতলেও সেমিফাইনাল নিশ্চিত হবে।
৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ পজিশনে রয়েছে নিউজিল্যান্ড। তারা শেষ দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলংকার মুখোমুখি হবে। দুই ম্যাচ জিতলে গতবারের রানার্সআপ দলটি চলে যাবে সেমিতে।
৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম পজিশনে আছে আফগানিস্তান। তারা শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত। তারপরও ছাড় দিয়ে কথা বলবে না। প্রোটিয়ারা চাইবে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকতে। আফগানদের মতো অস্ট্রেলিয়াও সেমির পথে। কাজেই বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের হারানো সহজ হবে না আফগানদের জন্য।
৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ পজিশনে থেকে সেমিফাইনালের স্বপ্ন দেখছে ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানও। তারা শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মুখোমুখি হবে। দুই ম্যাচে বড় ব্যবধানে জিতলে বাবর আজমরা সেমিতে উঠেও যেতে পারে।