স্টাফ রিপোর্টার:গোদাগাড়ীতে জেলা ডিবির অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার গোদাগাড়ী সহড়াগাছী রেলগেট মোড় হতে রাত ১ টার দিকে দুইজন মাদক ব্যবসায়ীকে ৪৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।
গ্রেফতারকৃতরা হলেন, ফজলে রাব্বি (৩০) ও মো: আবু সাঈদ (২৫)। ফজলে রাব্বি গোদাগাড়ী থানার উজানপাড়া (কাঁঠালতলা) গ্রামের মৃত আলহাজ্ব জিন্নাত আলীর ছেলে ও আবু সাঈদ একই গ্রামের মো: ইলিয়াস আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী জেলার ডিবির এসআই মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্সসহ গত ২৪ নভেম্বর রাত ১ টার দিকে গোদাগাড়ী থানা ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন সহড়াগাছী রেলগেট মোড় হতে সাগুয়ান ঘুমটিগামী গ্রামে নজরুলের মুদির দোকানের সামনে তিনজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে অবস্থান করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সনাতন চক্রবর্তীর নির্দেশে পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমিন নেতৃত্বে এসআই মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্সসহ রাত ১ টার দিকে অভিযান পরিচালনা করে।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকরলে ডিবি পুলিশ দুই জনকে আটক করে। পরে আটককৃত ফজলে রাব্বির দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পার্শ্বের পকেটের মধ্য হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে রক্ষিত বাদামি বর্ণের গুড়া পদার্থ হেরোইন ২৪ গ্রাম এবং মো: আবু সাঈদের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচা হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে রক্ষিত বাদামি বর্ণের গুড়া পদার্থ হেরোইন ২১ গ্রামসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
অপর একজন মাদকব্যবসায়ী মো: ইয়াকুব আলী (৩০), পিতা-মো: তোজাম্মেল, সাং-উজানপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।