বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ২৪, মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ২৪ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৬ ডিসেম্বর) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-ছয় জন, রাজপাড়া থানা-দু’জন, চন্দ্রিমা থানা-একজন, মতিহার থানা-দু’জন, কাটাখালী থানা-চারজন, শাহমখদুম থানা-একজন, এয়ারপোর্ট থানা-একজন, পবা থানা-একজন, কাশিয়াডাঙ্গা থানা-দু’জন, কর্ণহার থানা-একজন, দামকুড়া থানা-একজন ও ডিবি পুলিশ-দু’জনকে আটক করে। যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৪৫.৬০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে।
ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com