অনলাইন ডেস্ক: ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
গতকাল সন্ধ্যার পর বনানীর নৌবাহিনী হেডকোয়ার্টারের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ ও মশাল মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
আগামী ৬ জানুয়ারি সকাল ৬ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের কর্মসূচি পালন করবে বিএনপি।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, রোকনউজ্জামান রোকন, সাইফুল ইসলাম সিয়াম, মো. সুরুজ মণ্ডল, জোবায়ের আল মাহমুদ রিজভী, মো. মহিউদ্দীন, নাজমুল হক হাবিব, মেহেরাব আহমেদ মাহবুব মাহি প্রমুখ।