অনলাইন ডেস্ক : গত জানুয়ারিতে ধর্ষণের অভিযোগে তিন মাস জেল খেটে জামিনে বের হয়েছিলেন সন্দ্বীপ লামিচানে।
জামিন পাওয়ার পর এই ২৩ বছর বয়সী লেগ স্পিনারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। তবে শেষ পর্যন্ত এই মামলা থেকে রক্ষা পেলেন না এই ক্রিকেটার।
ধর্ষণ মামলায় আট বছরের জেল হয়েছে নেপাল জাতীয় দলের স্পিনার সন্দীপ লামিচানের। যার জেরে আবারও তাকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
গত বুধবার ১৮ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়া লামিচানেকে আট বছরের কারাদণ্ডের শাস্তি দিয়েছেন কাঠমান্ডু জেলা আদালত। গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নেপালের ক্রিকেট সংস্থা তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানায়।
এক বিবৃতিতে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, আমরা জানাচ্ছি যে আদালত থেকে শাস্তি পাওয়ার পর, সন্দীপ লামিচানেকে সমস্ত ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম থেকে বরখাস্ত করা হয়েছে।’
লামিচানের আইনজীবী অবশ্য কাঠমান্ডু পোস্টকে বলেছেন যে, তিনি সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
কাঠমান্ডু পুলিশ গত বছরের সেপ্টেম্বরে লামিচানের গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। এরপর নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়। তিনি অবশ্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জামাইকা তালাওয়াহসের হয়ে খেলছিলেন।
নেপালের হয়ে ৫১টি ওয়ানডেতে ১১২ উইকেট শিকার করেছেন লামিচানে। দেশের জার্সিতে ৫২ টি-টোয়েন্টি ম্যাচে ৯৮ উইকেট শিকার করেছেন। দুই ফরম্যাট মিলিয়ে উইকেট সংখ্যা ২১০টি।