বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

‘অপুর’ দেখে ‘শাকিব’ও নামলেন ব্যবসায়

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরে ঢালিউডে বিচরণ শাকিব খানের। যতটা খ্যাতি প্রয়োজন তার সবটাই পেয়েছেন। প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে গেছেন। তবে পরিচয় ছিল একটাই। রূপালি পর্দার নায়ক। এবারের গল্পটি অন্যরকম। নতুন এক পরিচয়ে আসছেন শাকিব।

এবার ব্যবসায় নামলেন শাকিব খান। রিমার্ক নামের একটি প্রসাধনী প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিলেন তিনি। হিসেবে শুরু করছেন তার নতুন কর্মজীবন। প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও। যার প্রসাধনী পণ্য বিপণন হচ্ছে বিশ্বজুড়ে।

আজ শনিবার এ উপলক্ষে রাজধানির এক বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনের। সেখানেই শাকিব খানের ব্যবসায় নামার সংবাদ জানানো হয়।

অনুষ্ঠানে শাকিব ছাড়াও উপস্থিত ছিলেন রিমার্ক’র চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, শাহরিয়ার আলম শুভ (ডিরেক্টর), ফারিহা আলম প্রভা (ডিরেক্টর), আলিসা নাওয়ার (ডিরেক্টর), আবুল বাশার হাওলাদার (ডিরেক্টর) এবং এমদাদুল হক সরকার (সিইও হারল্যান)।

শাকিব এই মুহূর্তে ব্যস্ত আছেন একাধিক ছবির কাজে। প্রায় শেষের দিকে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদে’র কাজ। এর নির্মাতা অনন্য মামুন।

শুটিং চলছে হিমেল আশরাফের ‘রাজকুমারে’র। অন্যদিকে প্রস্তুতি চলছে ‘তুফান’ সিনেমার। এতে শাকিব অভিনয় করবেন রায়হান রাফীর পরিচালনায়।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com