স্টাফ রিপোর্টার : হোস্টেলে বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীর মাদকের আসরে হানা দিয়েছে রাজশাহী কলেজ প্রশাসন। এসময় শিক্ষার্থীদের থেকে মাদক উদ্ধার করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলেজ হোস্টেলের একটি রুমে হানা দেয় কলেজ প্রশাসন। এসময় কলেজের মার্স্টাসের দুই শিক্ষার্থীসহ বহিরাগত আরও তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে ওই মাদক কলেজ পুলিশ ফাঁড়ির মাধ্যমে ধ্বংস করাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
হোস্টেলে বহিরাগতদের বিষয়টি নিশ্চিত করে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক বলেন, আমরা কলেজের হিন্দু হোস্টেলে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এসময় গোপন তথ্যের ভিত্তিতে মুসলিম হোস্টেলে অভিযান চালায় । এ সময় গাঁজাসহ পাঁচ জনকে আটক করা হয়। এরমধ্যে মুশফিক কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও জোবায়ের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। বাকিরা বহিরাগত। কলেজের এই শিক্ষার্থীর হোস্টেলের সিট বাতিল করা হয়েছে। বাকিরাও শিক্ষার্থী। সবকিছু বিবেচনায় নিয়ে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।