বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

তানোরে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন এক কিশোর। ওই কিশোরের নাম আপেল মাহমুদ (১৫)। সে কলমা ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের আতাউর রহমানের পুত্র। ঘটনাটি ঘটেছে মুন্ডমালা পৌর এলাকার প্রকাশনগর মহল্লার খাড়ির ধারে। খবর পেয়ে মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছেন। পুলিশ ও এলাকাবাসীসহ নিহতের পরিবার সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই কিশোর মানসিক ভারসাম্যহীতায় ভুগছিলেন। রোববার দুপুরে মুন্ডুমালা পৌর সভার প্রকাশ নগর গ্রামের খাড়ির ধারের একটি গাছের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে তানোর থানায় নিয়ে আসেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাছের সাথে গলাই ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com