বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রাজশাহী জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বাগমারার সেজান

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহী জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সেজানুর রহমান সেজান।

বৃহস্পতিবার রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩ বছরের জন্য রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ সাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে মাহমুদ হাসান ফয়সল সজলকে সভাপতি ও মো. ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা যুবলীগের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

উক্ত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে পেয়েছেন সেজানুর রহমান সেজান। এর আগে সেজানুর রহমান সেজান জেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান টুকুর ছেলে। তার গ্রামের বাড়ি বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে।

ঘোষিত কমিটিকে আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এরআগে গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

বয়সের ক্রমানুসারে এবার রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com