বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

বানেশ্বর কলেজ মাঠে নাদিম মোস্তফার জানাজায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপি নেতা মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার জানাজায় বানেশ্বর কলেজ মাঠে মানুষের ঢল।

পুঠিয়া, বানেশ্বর, বেলপুকুর, চারঘাট, সারদা, নন্দনগাছী, বাঘাসহ বিভিন্ন এলাকার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও অন্য দলের নেতা-কর্মীরাও অংশ গ্রহণ করেন। মাইকিং করার পর থেকে সকাল ৯টার পর থেকে ১১টার মধ্যে হাজার, হাজার নেতা-কর্মীরা বিভিন্ন পরিবহণ যোগে অংশ গ্রহণ করেন।

সোমবার সকাল ১০ টায় দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, ১১ টায় পুঠিয়ার বানেশ্বর সরকারি কলেজ মাঠে এবং বেলা সাড়ে ১১ টায় পুঠিয়া সরকারি পিএন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বেলা ১১টার ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তার জানাজায় অংশ নিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।

আবু সাইদ চাঁদ বলেন, পুঠিয়া দুর্গাপুর যখন খুব অবহেলিত ছিল ঠিক তখন নাদিম মোস্তফার আবির্ভাব ঘটে। আপনারা জানের পুঠিয়া দুর্গাপুরে রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ নির্মান করেই তিনি উন্নয়নের প্রতিক ছিলেন। আমরা মনে করবো নাদিমের মৃত্যু হয়নি এই পুঠিয়া দুর্গাপুরের উন্নয়নেই তিনি জীবিত থাকবেন। এই উন্নয়নের কারণেই যেখানেই যাবে রাস্তা ঘাট, স্কুল, কলেজ নাদিমকে মনে করিয়ে দিবে।

‘নাদিম মোস্তফা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। মহান আল্লাহতায়ালার কাছে তার রূহের মাগফেরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে কবরে শান্তিতে রাখেন।

জানাজায় আরও অংশ নেন-পুঠিয়া দুর্গাপুর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com