শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

চাঁপাইনবাবগঞ্জে বন্ধ থাকা আমদানী রপ্তানী শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বন্দর নিয়ন্ত্রণকারী সংস্থা পানামা পোর্ট লিংকের নানা অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে বন্ধ হওয়া উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানী রপ্তানী পূনরায় আজ শনিবার থেকে চালু হয়েছে। সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে সোনামসজিদ শুল্ক স্থলবন্দরে আমদানি-রপ্তানির সকল কার্যক্রম আবারো চালু করা হয়েছে। আমাদের চার দফা দাবি নিয়ে পানামা পোর্ট লিংকের সাথে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হয়েছে। এ সময় পানামা কর্তৃপক্ষ আমাদের সাথে সমন্বয় করেছেন। এতে আমরা খুশি। ফলে শনিবার থেকেই আমদানি-রপ্তানি শুরু করা হবে।

এ বিষয়ে আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের নেতৃত্বে তার সম্মেলন কক্ষে পানামার সাথে বৈঠক হয়েছে আমদানী-রপ্তানীকারক গ্রæপের। এ সময় আমাদের দাবীর প্রেক্ষিতে পানামা কর্তৃপক্ষ পাথরের ট্রাকে নেয়া বর্ধিত মাশুলের পরিমাণ কমিয়েছে। এতে ৫৫ মেট্রিক টন পাথরের একটি ট্রাকে দেয়া মাশুল সাড়ে সাত হাজার টাকা থেকে কমে এখন সাড়ে চার হাজার টাকা দিতে হবে ব্যবসায়ীদের।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, চলতি মাসের ১৫ তারিখ রবিবার থেকে সোনামসজিদ স্থলবন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। আমদানি রপ্তানিকারকদের সাথে সমন্বয় হয়েছে। ফলে শনিবার থেকে স্থলবন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ শুক্রবার জানান, জেলায় আমার আসা মাত্র কয়েকদিন। এরমধ্যেই পানামার সাথে আমদানী-রপ্তানীকারক ব্যবসায়ীদের কয়েকটি বিষয় নিয়ে দ্বিমত হয়েছিলো। যা সমাধান করে দেয়া হয়েছে। সোনামসজিদ স্থলবন্দর ব্যবসায়ীরা আগামীকাল শনিবার থেকে পূনরায় তাদের ব্যবসা চালু করে রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি মনে করি।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com