বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৪ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ৭ জন এবং ওয়ারেন্টভূক্ত ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন রাশিকুল আলম প্রমিত(২৩), মো: জাকির হোসেন, মো: আব্দুর রহিম আকিব(২৬) ও গোলাম রাব্বি (২৭) ।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক রাশিকুল আলম রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানার কদিরগঞ্জ দরিখরবোনা এলাকার তরিকুল ইসলাম পিটারের ছেলে। যুবলীগ কর্মী জাকির একই থানার উপশহর ১ নম্বর সেক্টর এলাকার সৈয়দ আশিফ হোসেনের ছেলে। ছাত্রলীগ কর্মী আব্দুর রিহম হেতেমখাঁ সবজিপাড়া এলাকার মো: আব্দুর রউফ ওরফে আদিলের ছেলে। ২৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী রাব্বি চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com