বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

বাগমারার ভবানীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাত্তারের আর্থিক ক্ষমতা প্রদান

হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদারকে অবশেষে আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আঃ কুদদুস স্বাক্ষরিত একটি চিঠি ২৯ জানুয়ারি কলেজে পৌঁছেছে। দায়িত্ব পাওয়াতে কলেজের শিক্ষক, কর্মকর্তা, জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ও শিক্ষার্থীর ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে ফ্যাসিবাদের সঙ্গে সখ্যতা, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ও দুর্নীতির দায়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হাতেম আলী পদত্যাগ করেন। এর পর আব্দুস সাত্তার সরদারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদার এখন থেকে প্রতিষ্ঠানের শিক্ষকসহ কর্তব্যরত সকলের বেতন ভাতা প্রদান, প্রাত্যহিক খরচ ও পরীক্ষা সংক্রান্ত খরচ করতে পারবেন। এর আগে গত ১১ নভেম্বর তাঁকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাঁকে রুটিন দায়িত্ব পালনের ক্ষমতা দেয়। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অর্থনৈতিক দায়িত্ব দেওয়া নিয়ে প্রায় এক মাস ধরে জটিলতার সৃষ্টি হয়।
অর্থনৈতিক দায়িত্ব না পাওয়াতে প্রতিষ্ঠানের এমপিও এবং সরকারিকরণের বাইরে থাকা শিক্ষকেরা প্রায় ছয় মাস ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত হন। তাঁরা এসময় বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। পাশাপাশি প্র্রতিষ্ঠানে প্রয়োজনীয় কোন অর্থ খরচ না করতে পারায় দাপ্তরিক কাজ ঝিমিয়ে পড়ে। দপ্তরের আলমারি চাবি হাতেম আলীর কাছে থাকায় শিক্ষার্থীদের মূল নম্বরপত্র, সনদপত্র গুরুত্বপূর্ণ কাগজপত্র আটকে থাকে। তবে গত ২৮ জানুয়ারি জেলা প্রশাসকের নির্দেশে আলমারির তালা খুলে কাগজপত্র ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা ও কলেজ শাখা এবং শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদারকে ফুলেল শুভেচ্ছা জানান।
এক প্রতিক্রিয়ায় আব্দুস সাত্তার সরদার জানান, প্রতিষ্ঠানের সকলকে সঙ্গে নিয়ে উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করবেন। কোনো প্রকার দুর্নীতি ও বৈষম্যকে জায়গা দেওয়া হবে না।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com