বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

কারিনাকে চড় মারেন বলিউড অভিনেতার স্ত্রী

অনলাইন ডেস্ক : দীর্ঘ ফিল্মি ক্যারিয়ারে দর্শকের ব্যাপক ভালোবাসা পেয়েছেন কারিনা কাপুর খান। কিন্তু এক সময় নাকি বলিউড অভিনেতার স্ত্রীর কাছে চড় খেয়েছিলেন অভিনেত্রী!

বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায় সেই খবর। ববি দেওলের স্ত্রী তানিয়া দেওলের সঙ্গে ঝগড়া নাকি হাতাহাতি পর্যন্ত গড়িয়েছিল কারিনার।

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘আজনবি’ সিনেমার শুটিং সেটে ঘটে এই ঘটনা। সেই সময় তানিয়া কারিনাকে ছেড়ে বিপাশা বসুর পোশাক তৈরিতে সাহায্য করেন। তখন থেকেই ঝগড়ার সূচনা।

এদিকে কারিনার মা ববিতা কাপুরও তানিয়ার এই আচরণ পছন্দ করেননি। তারপরও তানিয়া তার সিদ্ধান্ত থেকে সরেননি, যা একেবারেই পছন্দ হয়নি কারিনার। ফলে তানিয়া-কারিনার ঝগড়া আরও তীব্র হয়। এরপর রেগে গিয়ে কারিনাকে থাপ্পড় মারেন তানিয়া।

তানিয়ার সঙ্গে জটিলতা নিয়ে এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘ববির স্ত্রী তানিয়ার সঙ্গে একটা সমস্যা হয়েছিল। তিনি আমার মায়ের সঙ্গে ঠিক আচরণ করতেন না। আর বিষয়টি আমিও পছন্দ করতাম না। তবে ববির সঙ্গে আমার আজও কোনও সমস্যা নেই।’

প্রসঙ্গত, ১৯৯৫ সালে ‘বরসাত’-এর হাত ধরেই বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন ববি। তার বিপরীতে ছিলেন রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কল খান্না। এই ছবি সুপারহিট হয় এবং সকলের মন জয় করেন ধর্মেন্দ্র-পুত্র।

আর সেই সিনেমার সাফল্যের পরেই তার আলাপ হয় মনের মানুষের সঙ্গে। যদিও প্রথমে ববি বেশ কয়েক বছর অভিনেত্রী নীলম কোঠারির সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই প্রেম ভাঙার পরে তানিয়া আহুজার মধ্যেই ভালবাসা খুঁজেছিলেন অভিনেতা। খুব অল্প দিনের পরিচয়েই বিয়ে করেন তারা। বর্তমানে সুখী দাম্পত্যের নজির ফুটিয়ে তুলতে দেখা যায় জুটিকে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com