বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রংপুরকে হারিয়ে যা বললেন নাসুম

অনলাইন ডেস্ক : বিপিএলের এলিমিনেটর ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স। যেখানে বড় ব্যবধানে জয় পেয়েছে খুলনা। ম্যাচে ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ। তাতে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

খুলনা টাইগার্সের স্পিন জালে ফেসে চোখে সর্ষে ফুল দেখেছেন রংপুরের ব্যাটাররা। নাসুম আহমেদ-মেহেদি হাসান মিরাজদের ঘূর্ণিতে রীতিমতো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা রাইডার্সদের! প্রথম সারির পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

এমনকি পুরো ইনিংসে মাত্র দুই ব্যাটার তা করতে পেরেছেন। ব্যাটিং ব্যর্থতায় এলিমিনেটরেই থামতে হলো এক সময়ের টেবিল টপারদের। ৯ উইকেটের জয়ে কোয়ালিফায়ারে ওঠল খুলনা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাসুম বলেন, ‘যখন বল করছিলাম আমার ভালোই লাগছিল। বিশেষ করে এই উইকেটে আমার বিদেশিদের বল করতে ভালোই লাগে (হাসি)। ৩ জন বিদেশি যে খেলবে তা তো আগে জানতাম না। শুনছিলাম আসবে। সেভাবে প্ল্যানও করতে পারিনি। এই উইকেটে বিদেশিদের বল করতে ভালোই লাগে।’

মিরপুরের উইকেট প্রসঙ্গে নাসুম বলেন, ‘আমাদেরও ইচ্ছা ছিল ব্যাট করা। টসে জিতলে প্ল্যান ছিল আগে ব্যাট করা। ১৮০ রানের উইকেট ছিল। আমার কাছে মনে হয় প্রথম রান আউটে তারা (রংপুর) একটু ব্যাকফুটে চলে যায়।’

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com