বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

এমপি আনার হত্যা : সিয়ামকে নিয়ে সিআইডির অভিযানে খাল থেকে হাড় উদ্ধার

অনলাইন ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার সিয়াম হোসেনকে নিয়ে অভিযান চালিয়ে একটি খাল থেকে কিছু হাড় উদ্ধার করেছে কলকাতার সিআইডি।

রবিবার (৯ জুন) সকালে কলকাতার কৃষ্ণমাটি সেতু সংলগ্ন এলাকার বাগজোলা খাল থেকে হাড়গুলো উদ্ধার করে সিআইডি। সঙ্গে ছিল পুলিশ ও নৌবাহিনীর ডিএমজি টিম।

সিআইডি জানায়, উদ্ধার করা হাড়গোড়গুলো নিহত এমপি আনারের হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে। তবে ফরেনসিক পরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

গত ২৮ মে সঞ্জীবা গার্ডেনসের যে ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজিম আনারকে কলকাতার হত্যা করা হয় সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করে কলকাতা পুলিশ। তবে সেগুলো এমপি আনারের মরদেহের খণ্ডাংশ কি না সেটা এখনও নিশ্চিত করেনি পুলিশ। পরে ডিএনএ পরীক্ষার জন্য সেগুলো পাঠানো হয় ভারতের কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে।

শনিবার সিয়ামকে ১৪ দিনের রিমান্ড দিয়েছেন কলকাতার বারাসাতের আদালত। এরপর আজ সকালে তাকে নিয়ে কলকাতার বিভিন্ন স্থানে অভিযানে নামে কলকাতা পুলিশ।

এর আগে শুক্রবার আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নেপালে আটক সিয়াম হোসেনকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com