স্টাফ রিপোর্টার: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদের বিপরীতে নিয়োগের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর চাকরি প্রত্যাশীরা এই কর্মসূচি পালন করেন।
তারা বলেন, দেশে এখন প্রাথমিক স্কুলগুলোতে ৫৮ হাজারের বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। মেধাবীদের মূল্যায়ন করে এই পদগুলোতে দ্রুত নিয়োগ দিয়ে বেকারত্বের অভিশাপ থেকে চাকরিপ্রার্থীদের মুক্তি দিতে হবে। এটি সব চাকরিপ্রার্থীরই দাবি।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন চাকরিপ্রত্যাশী মো. মাহফুজ আলম, এনামুল হক, মো. মহিউদ্দিন, মো. আসাদুজ্জামান আসাদ, একরামুল বারী, সজীব কুমার সাহা প্রমুখ।