বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

স্টাফ রিপোর্টার : ঋতুরাজ বসন্ত যাওয়ার পর চলছে গ্রীষ্মকাল। কিন্তু এই গ্রীস্মকালে বর্ষাকালের আমেজ বিরাজ করছে রাজশাহীতে। মূলত এ সময় মানুষ কালবৈশাখী ঝড়ের আতংকে থাকে। কিন্তু এবার চলতি মওসুমে বৃষ্টি শুরু হওয়ার পর আবহাওয়ায় অনেকটা ব্যতিক্রমী প্রভাব পড়ছে । শুরু থেকেই এবার রাজশাহীতে বর্ষাকালের মত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে হতে দেখা যাচ্ছে।
বেশ কয়েকদিন থেকে রাজশাহীর তাপমাত্রা কিছুটা উঠতির মুখে ছিল। এর ফলে ছিল ভ্যাপসা গরমও। আকাশের গতিবিধি ও গরমের কারণে আবহাওয়া অফিসও বারবারই ঝড় বৃষ্টির আভাস দিয়ে আসছিল। সেই আভাসেই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর সামান্য শুষ্ক ঝড় হলেও বৃষ্টির দেখা মেলেনি।
কিন্তু শুক্রবার সকাল ১০ টা ৪০ শুরু থেকে বর্ষাকালের মত বৃষ্টি শুরু হয়েছে। এতে নগরীর রাস্তাঘাটও অনেকটা যেমন ফাঁকা তেমনি দুর্ভোগও পোহাতে হয়েছে মানুষকে। আবহাওয়া অফিসের সূত্র অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহীতে ঝড়ো হওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ভারি বৃষ্টি হবার সম্ভাবনা নেই।
রাজশাহী আবহাওয়া অফিসের জেষ্ঠ্যপর্যবেক্ষক আব্দুস সালাম জানান, সকাল ১০ টা ৪০ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। রাজশাহীতে সকাল থেকে ৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামীকাল পর্যন্ত রাজশাহীর আবহাওয়া এমনটাই থাকবে বলেও ধারণা করা হচ্ছে। এছাড়াও রাজশাহীর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টির কারণে রাজশাহীর দিনের তাপমাত্রাও কিছুটা কমেছে।

এদিকে শুক্রবার ছুটির দিন হওয়ায় লোকজন বাজার ঘাট করতে বের হয়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টি কারণে দুর্ভোগে পড়েন। এমন কি নগরীতে জীবীকার তাগিদে যারা অটোরিক্সা চালন ও দিন মুজুরের কাজ করেন সেসব মানুষদের ভোগান্তি পোহাতে হয়েছে। বিভিন্ন কাজ সরতে বাইরে লোকজন বের হওয়ার পর যেমন যানবাহনের ভোগান্তিতে পড়েছেন, তেমনি ফিরতি পথেও যানরবাহনের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে। বিশেষ করে বাজার করতে যাওয়া লোকজনদের দুর্ভোগে পড়তে হয়েছে বেশি।

 

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com