নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে খাটের সঙ্গে বাঁধা অবস্থায় আঁখি খাতুন (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের রয়না ভরট উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আঁখি খাতুন ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে আঁখি খাতুনের সঙ্গে নাটোর সদর উপজেলার হাজরাপাড়া এলাকার তাইজুল মিস্ত্রির ছেলে ইসমাইল হোসেনের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই আঁখিকে নির্যাতন করতেন তাঁর স্বামী। এ কারণে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন তিনি।
এদিকে গতকাল সোমবার দুপুরে আঁখিকে মারধর করে খাটের সঙ্গে বেঁধে রেখে ঘরে তালা দিয়ে চলে যান ইসমাইল। সন্ধ্যায় মা-বাবা বাড়ি ফিরে আঁখিকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আশরাফুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে নির্যাতন থেকে মুক্তির জন্য বাড়িতে রাখলাম। সেখানেও আমার মেয়েকে মেরে ফেলল। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইসমাইল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।