বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রাজশাহী বিভাগীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে জামায়াত

স্টাফ রিপোর্টার : আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আর্থ-সামাজিকসহ সার্বিক উন্নয়নে রাজশাহী বিভাগীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার দুপুরে নবনিযুক্ত বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির রাজশাহী জেলা ও মহানগরের শীর্ষ নেতারা।

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. কেরামত আলীর নেতৃত্বে তারা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান। এ সময় তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলাপ হয়। আলাপকালে জামায়াত নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ রাজশাহীর পুনর্গঠনে সব কর্মকাণ্ডে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, জেলার সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলার সহকারী সেক্রেটারি নাজমুল হক ও অধ্যাপক কামারুজ্জামান, রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, জসিম উদ্দিন সরকার, তৌহিদুর রহমান সুইট, সালাউদ্দিন আহমদ, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com