বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

এবার কলকাতা মিশনে ভারতীয়দের ভিসা কমানো হচ্ছে

অনলাইন ডেস্ক : সরকার ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশন থেকে দেশটির নাগরিকদের ভিসা দেওয়া কমিয়ে দিচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যে ঢাকা থেকে নির্দেশ গেছে কলকাতায়।

মিশন সূত্রের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার থেকেই ভিসা দেওয়া কমানো শুরু হয়ে গেছে।

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশনে উগ্রপন্থীরা গত মঙ্গলবার হামলা করার পর সেখানে ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়।

কলকাতা মিশনের এক কর্মকর্তা আজ জানান, বিজনেস ভিসা ও ভ্রমণ ভিসাসহ সাধারণ ভিসা দেওয়া কমানো হচ্ছে। তবে সামনে ইজতেমা থাকায় তাবলিগ জামাতের যাঁরা আসবেন, তাঁদের ভিসা সীমিত করার সম্ভাবনা আপাতত কম।

ভারতে বাংলাদেশ–বিরোধী অপপ্রচার, বিক্ষোভ ও আগরতলা মিশনে হামলা হওয়ার পর কলকাতা ও আগরতলা মিশনের প্রধানদের ঢাকায় নিয়ে আসা হয়েছে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com