সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থিক, সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বিনামূল্যে লেয়ার মুরগি,মুরগির ঘর ও খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে এসব বিতরণ করা হয়। তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াজেদ আলীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃখায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ,সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন খান,মৎস্য কর্মকতা বাবুল হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুমন মিয়া তানোর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন, মামুনুর রশিদ প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী বলেন,অত্র উপজেলায় মোট ৪৪৩ জন সুফলভোগীর মধ্যে প্রথম ধাপে ১৩৪ জনকে ২০টি করে লেয়ার মুরগি,খাদ্য প্রতি বস্তা ৯ কেজি ও পর্যায়ক্রমে প্রত্যেকে ১টি করে মুরগির ঘর দেওয়া হবে।এতে তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ণ ও সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে।