বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

হাতপাখা না থাকলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: লিটন

স্টাফ রিপোর্টার: দলীয় সিদ্ধান্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুরশিদ আলম রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন বর্জন করলেও ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেছেন, ‘জাতীয় পার্টি ও জাকের পার্টির মেয়রপ্রার্থী নির্বাচনে আছেন। তাই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হওয়ার কোন কারণ নেই। তারা নিশ্চয় তাদের প্রচার-প্রচারণা বাড়াবেন। নির্বাচন জমিয়ে তুলবেন।’

মঙ্গলবার রাজশাহী মহানগরীর সাহেববাজার কাঁচাবাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজার, মাছপট্টি, মাংসপট্টিতে ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে গণসংযোগ করেন ও লিফলেট বিতরণ করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন করার মানসিকতা শেষ পর্যন্ত ধরে রাখা উচিত ছিল। কেন সরে গেল সেটা তারাই বলতে পারবে। তারা নির্বাচন বর্জন করলেও তাদের মার্কা তো থেকেই যাচ্ছে। কাজেই তাদের মার্কাতে যারা ভোট দেওয়ার তারা দেবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ সুন্দর আছে। আমাদের দিক থেকে নির্বাচনের পরিবেশ খারাপ হওয়ার কোন সুযোগ নেই। আমরা কোন প্রার্থীর প্রচার-প্রচারণা অথবা কর্মীদের বাধাগ্রস্থ করিনি, কখনোই করবো না। আমরা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে চাই। আমি নির্বাচিত হতে পারলে নগরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবো।’

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com