বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রাজশাহীর পদ্মায় ডুবে যাওয়া দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে যাওয়ার একদিন পর দুই বন্ধুর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় ঘটনাস্থল থেকে মাত্র ৫০ গজ দূরেই পাওয়া যায় দুজনের মরদেহ।

এ দুজন হলেন- নগরীর মেহেরচণ্ডি এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সায়েম (১৯) এবং দরগাপাড়া এলকার মৃত গাজী মঈন উদ্দিনের ছেলে রিফাত খন্দকার (১৯)। দুজনেই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

রোববার ভোর সাড়ে ৬টার দিকে শ্রীরামপুর এলাকায় ভেসে ওঠে সায়েমের মরদেহ। পরে দুপুর ১২টার দিকে ডুবুরিদল উদ্ধার করে রিফাতের মরদেহ। শনিবার একই সাথে গোসল করতে নেমে পদ্মায় নিখোঁজ হয়েছিলেন তারা।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯ জন শিক্ষার্থী শ্রীরামপুর এলাকায় পদ্মার চরে ফুটবল খেলছিল। খেলা শেষে নদীতে গোসলে করতে নামেন তারা। গোসলের সময় রিফাতকে তলিয়ে যেতে দেখে তাকে উদ্ধার করতে যান তার বন্ধু সায়েম। কিন্তু তিনি ডুবে যান।

এ ঘটনায় অন্য বন্ধুরা ট্রিপল ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করেন। কিন্তু দিনভর তৎপরতা চালিয়েও তাদের কোনো সন্ধান পায়নি ডুবুরি দল। তবে রোববার ভোরে ঘটনাস্থলের অদূরে ভেসে ওঠে সায়েমের মরদেহ। স্থানীয় জেলেরা মরদেহ দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সায়েমের মরদে উদ্ধার করে।

এদিকে সায়েমের মরদেহ ভেসে ওঠার পর আবারো নদীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ডুবুরিরা রিফাতের সন্ধানে কাজ শুরু করে। দুপুর ১২টার দিকে নদীতে রিফাতের মরদেহের সন্ধান পান তারা। এরপর আইনী প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com