বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

সরকারী নিবন্ধনের অনুমতি পেল সময়ের কথা

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা টোয়েন্টিফোর ডটকম। সোমবার (১৭ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ড. ভেনিসা রড্রিক্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সময়ের কথা টোয়েন্টিফোর ডটকমসহ দেশের মোট ১২টি অনলাইন নিউজ পোর্টালকে এই অনুমোদন দেওয়া হয়।
এরমধ্যে তালিকার প্রথমেই আছে জ্যেষ্ঠ সাংবাদিক ইয়াকুব শিকদার সম্পাদিত সময়ের কথার নাম। ১২টি অনলাইনের মধ্যে রাজশাহীর আরেকটি অনলাইন পোর্টাল- বাংলার জনপদ রয়েছে। বাংলার জনপদের প্রকাশক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কন্যা ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

নিবন্ধনের অনুমতি পাওয়া অন্য ১০টি নিউজ পোর্টাল হলো- অর্থসূচক ডটকম, অপরাধ চোখ ডটকম, আজকের আরবান ডটকম , দিনের শেষে ডটকম, ডেইলি ভোরের পাতা ডটকম, দি নিউজ ই ডটকম, পিপলস নিউজ টুয়েন্টিফোর ডটকম, অপরাজেয়া টুয়েন্টিফোর ডট কম,বর্তমান খবর ডটকম এবং দি রিপোর্ট ডট লাইভ।

উল্লেখ্য, ‘সত্যের সন্ধানে সারাক্ষণ শ্লোগান’ নিয়ে ২০১৫ সালের ৭ জুলাই সময়ের কথা২৪ ডটকম-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ইতোমধ্যে পাঠকদের আস্থা অর্জন করেছে এই পোর্টাল।

“>

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com